অনলাইন ক্লাস করাতে গিয়ে আমার অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়েছে। অনেক আপু টাকা পেমেন্টের ক্ষেত্রে জিজ্ঞেস করে “আপনি যে টাকাটা মেরে দিবেন না অথবা আমাকে ব্লক করে দিবেন না তার গ্যারান্টি কি!!!“
তখন এই ভেবে আমি বিব্রতবোধ করি যে আমাকে এখন প্রমান করতে হবে আমি ফ্রড বা প্রতারক নই।
আমি ঐ আপুদের দোষ দিব না কারন তারা নিশ্চয়ই আগে কোথাও প্রতারিত হয়ই এই অপ্রিয় কথাগুলা জিজ্ঞেস করে থাকে।
নতুন যে আপুরা অনলাইন কোর্স করবেন তাদেরকে আমার পরামর্শ হচ্ছে আপনারা অনলাইন ক্লাসের জন্য পোস্ট দেয়া পেজটা ভালো করে চেক করবেন। আগে তারা কোনো ক্লাস করিয়েছে নাকি। যদি করিয়ে থাকে তাহলে ছবিগুলা ঠিক আছে নাকি। সব চেয়ে ভালো হয় সরাসরি ফোন করা। কথা বললে বেশির ভাগ ক্ষেত্রেই আপনি আসল নকল ধরতে পারবেন।
শেষ কথা হচ্ছে বর্তমানে সারা বিশ্বে ডিজিটাল বিপ্লব চলছে। অনলাইনে কোটি কোটি মানুষের ভিতরে কিছু খারাপ মানুষও আছে। আপনারা একটু সবধানতা অবলম্বন করলে এই সব খারাপ মানুষেদের পাতা ফাঁদ থেকে দুরে থাকতে পারবেন ইনশাআল্লাহ।